নাইট কুইন গাছ
এর চারা তৈরি হয় পাথরকুচি গাছের মতো পাতা থেকে। পাতা নরম মাটিতে রেখে দিলে তা থেকে ধীরে ধীরে চারা গাছ গজায় এবং এ চারা গাছ
বড় গাছে পরিণত হয়। নাইট কুইন গাছ উচ্চতায় গড়ে ৪ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। আবার পাতা থেকেই প্রস্ফুটিত হয় ফুল।
আমার ধারণা, এটি বিরল প্রজাতির গাছ বলার কারণ একটু সময় নেয় ফুল ফুটতে। ধৈর্য ধরে থাকতে হয়,আলহামদুলিল্লাহ আমার মায়ের
বাগানের গাছের বয়স প্রায় পাঁচ বছর এবং প্রায় ছয় ফুট লম্বা হয়েছে। সেখান থেকেই চারা করেছি।
Hasan Gallery © 2024. All Rights Reserved
Terms and Conditions